(১) আকাশ -
অনুপম দাশশর্মা
বলছি আকাশ, দরাজ প্রকাশ
যখন দেখি তুই -
সাতরঙা ওই্ বঁড়শী বিঁধে
ধন্য করিস ভুঁই।
আবার দেখি নীল সায়রে
শ্বেত বলাকার আল্পনা,
স্বর্ণগলা মেঘের চূড়ায়
সব কবিতার জল্পনা।
আকাশ দানায় সাঁঝ জড়োয়া
কাস্তে শশী ঢালছে হিম,
মাঝদরিয়ায় ছলাৎ ছলাৎ
বৈঠা নাচে বল্গাহীন।
বিষাদ মনের পাষাণ গুহায়
আকাশ উজাড় কলতানি,
মনের খাতায় খোস মেজাজে-
ছন্দ সাজায় ফুলদানি !
[অনুপম দাশ শর্মা - থাকেন ক'লকাতায় । ৪৬বর্ষীয়, কেন্দ্রীয় সরকারী কর্মচারী
অনুপম, তাঁর পারিবারিক সংস্কৃতির সাথে তাল মিলিয়ে শৈশব থেকেই গল্প, কবিতা
ও আবৃত্তি চর্চায় অভ্যস্ত ।'আজকাল','প্রতিদিন' দৈনিকে তার কয়েকটি ছোট লেখা প্রকাশিত
হয়েছে ।]
(২) স্বাধীনতা
তুহিন সিনহা
সময়ের এ আঁধার লুকোনো সে হাহাকার
বুকে বাজে নিদারুণ কষ্ট
রাত-দিন একাকার অলি-গলি খোলা দ্বার
যে মেয়েটা হয়েছিল নষ্ট !
রাত-জাগা ঘুম চোখ ক্লান্তিতে মূক-শোক !
'স্বাধীনতা', ঘুম কেন আনোনি?
এক পেট খিদে তার অনাহারে অধিকার
'স্বাধীনতা', ভাত কেন মাখোনি?
গোলা-গুলি-বন্দুক, মুখপোড়া নিন্দুক,
'স্বাধীনতা', তুমি নাকি আসবেই ?
কালো-টাকা এড়িয়ে বেনোজল পেরিয়ে
একশোতে পা নাকি রাখবেই ?
স্বপ্নের লুকোচুরি , সৌখিন মজদুরী
সময়ের চোরা-স্রোত বয়ে যায়...
তবু মন গায় গান, "উই শ্যাল ওভারকাম"
'স্বাধীনতা' পড়ে আছে রাস্তায়....।
[তুহিন সিনহা অশোক নগরের বাসিন্দা - তরুণ প্রজন্মের প্রতিনিধি তুহিন কবিতায় বাস্তব জীবন বোধের
প্রতিফলন ঘটাতে আগ্রহী । ছাব্বিশ বর্ষীয় তুহিন ছন্দোবদ্ধ কবিতায় বেশি সাচ্ছন্দ বোধ করেন ।
তুহিনের কবিতার এক অনুরাগী মন্তব্য করেছিলেন 'আপনার সৃষ্টি থেকে জীবন ধার করে বেঁচে থকি ।
আপনি কবিতা নয়, গান লেখেন' ]