অকবির আকুতি
অরূপ ঘোষ
সাক্ষরা নিরক্ষরা মধুক্ষরা
ধরা অধরা অনুঢ়া প্রাণভোমরা
সব মেয়েদের কাছে আমার বিনীত নিবেদন
আকুতি বা আবেদনও বলতে পারো সকল নারীমন
নারী, প্রকৃতি, যশস্বিনী, স্বৈরিন্দ্রী সবাই তোমরা নারীই থেকো
পুরুষকে অবান্তর কিম্বা রবাহুত হওয়া থেকে বিরত থেকো
নয়তো একদিন নিয়ন্ত্রণ বিহীন বিবর্তনের চাপে
নাভিমূল উধাও হয়ে যাবে পরিবর্তনের পাপে ,
পৃথিবী নাড়ি বিহীন নরখাদকের জমিদারী হবে
এক বন্ধ্যা সময়ের কালো অন্ধকার গ্রাস করে নেবে সব,
তবে কি কন্যা ভ্রূণ হন্তাদের সঙ্গে হাতে হাত মেলাবে?
তুমি সৃষ্টির আধার হে নারী, তুমি না হলে এ’জগত থেমে যাবে
শেষের সে’দিন ভাগ্যের পায়ে অক্ষম মাথা কুটবে
সে হবে এক বেচাল পৃথিবী সেদিন, জান কি তুমি অধরা
সাতশো কোটী দু’পেয়ের দুনিয়ায় লাগবে ফুটি ফাটা রজখরা
সেই দিন তুমি চাও ওগো মাতৃরুপিণী ভালবাসার আধার প্রেমিকারা ?
নারী তুমি নারীই থেকো হয়োনা পুত্র সন্তানের লোভের শিকার
তুমিই পারো পৃথিবীকে সুন্দর করে রাখতে
নয়ত পাবে অরাজক এক পশু খামার
তোমাদের কাছে বিণীত অনুরোধ অকবি আমার
জানতো “মাতা সত্য আর পিতা এক বিশ্বাস”
তুমি দাও সন্তানেরে পরিচয় আর তার জীবনকে বাঁচার আশ
বোধ নদীর পারে বসে জেনেছি, কঠিন সত্য করেনা প্রবঞ্চনা ;
নারী তুমি নারীই থেকো,
ওগো মেয়ে তুমি মেয়েই থেকো ।
(অরূপ ঘোষ - কলকাতার বাসিন্দা, বহুজাতিক সংস্থার আপাত রুক্ষ ম্যানেজমেন্ট সার্ভিসে যুক্ত কিন্তু নিজের কবি-মন তাকে দিয়ে মাঝে মাঝে কবিতা লেখায় - কারন কবিতা তাঁর কাছেও হৃদয়ের দরজা )
অরূপ ঘোষ
সাক্ষরা নিরক্ষরা মধুক্ষরা
ধরা অধরা অনুঢ়া প্রাণভোমরা
সব মেয়েদের কাছে আমার বিনীত নিবেদন
আকুতি বা আবেদনও বলতে পারো সকল নারীমন
নারী, প্রকৃতি, যশস্বিনী, স্বৈরিন্দ্রী সবাই তোমরা নারীই থেকো
পুরুষকে অবান্তর কিম্বা রবাহুত হওয়া থেকে বিরত থেকো
নয়তো একদিন নিয়ন্ত্রণ বিহীন বিবর্তনের চাপে
নাভিমূল উধাও হয়ে যাবে পরিবর্তনের পাপে ,
পৃথিবী নাড়ি বিহীন নরখাদকের জমিদারী হবে
এক বন্ধ্যা সময়ের কালো অন্ধকার গ্রাস করে নেবে সব,
তবে কি কন্যা ভ্রূণ হন্তাদের সঙ্গে হাতে হাত মেলাবে?
তুমি সৃষ্টির আধার হে নারী, তুমি না হলে এ’জগত থেমে যাবে
শেষের সে’দিন ভাগ্যের পায়ে অক্ষম মাথা কুটবে
সে হবে এক বেচাল পৃথিবী সেদিন, জান কি তুমি অধরা
সাতশো কোটী দু’পেয়ের দুনিয়ায় লাগবে ফুটি ফাটা রজখরা
সেই দিন তুমি চাও ওগো মাতৃরুপিণী ভালবাসার আধার প্রেমিকারা ?
নারী তুমি নারীই থেকো হয়োনা পুত্র সন্তানের লোভের শিকার
তুমিই পারো পৃথিবীকে সুন্দর করে রাখতে
নয়ত পাবে অরাজক এক পশু খামার
তোমাদের কাছে বিণীত অনুরোধ অকবি আমার
জানতো “মাতা সত্য আর পিতা এক বিশ্বাস”
তুমি দাও সন্তানেরে পরিচয় আর তার জীবনকে বাঁচার আশ
বোধ নদীর পারে বসে জেনেছি, কঠিন সত্য করেনা প্রবঞ্চনা ;
নারী তুমি নারীই থেকো,
ওগো মেয়ে তুমি মেয়েই থেকো ।
(অরূপ ঘোষ - কলকাতার বাসিন্দা, বহুজাতিক সংস্থার আপাত রুক্ষ ম্যানেজমেন্ট সার্ভিসে যুক্ত কিন্তু নিজের কবি-মন তাকে দিয়ে মাঝে মাঝে কবিতা লেখায় - কারন কবিতা তাঁর কাছেও হৃদয়ের দরজা )