এই সংখ্যায় ১৯টি কবিতা ,
লিখেছেন - সরদার
ফারুক, সুবীর সরকার,আকাশ দত্ত, অমিত কুমার বিশ্বাস, কে এন ইপ্সিতা, ইন্দ্রনীল সেনগুপ্ত, সাগর ভট্টাচার্য, হাসান মাহমুদ, ফকির ইলিয়াস, সানাউল্লাহ সাগর, দেবাশিস লাহা, গৌতম পাল, মীনাক্ষী মুখোপাধ্যায়, সুমন কুমার মল্লিক, দীপঙ্কর বেরা, হরিশঙ্কর রায়, মাসুদ খান, আবীর খান ও রায়ান নূর ।
সরদার ফারুক
অন্তরাল
অন্তরাল-উন্মোচন তুমিও তো
জানো
কফিনের ডালা খুলে যেভাবে
মানুষ দেখে প্রিয় মুখ
জাহাজের অলস কেবিনে যারা
সুখী , তারা কেউ সমুদ্র দেখেনি
এক পাত্র মদ চেয়ে খালাসিরা
শোরগোল তোলে
যারা খুব সাবধানী, সঙ্গে রাখে দেশলাই দড়ি পেট্রোম্যাক্স বাতি
সঙ্গমের আকুলতা নিয়ে কতো
দরোজায় টোকা দিলে
ফোঁটা ফোঁটা মোম ঝরে অনাবৃত
তোমার নাভিতে