একুশ বসন্ত পেরিয়ে..বেলা পড়ে যায়
তুমি যদি আমায় না রাখো কাছে ৷ না রেখো
!
দেখি মনে প্রানে তোমার ছায়া রেখে ঘরে
একা বেঁচে থাকতে পারি কী না
?
একা জীবনের দাম তো বেশী নয়
তুমি সাথে থাকলে দোসর হতাম…
ভিন্ন কথা বলা বুলবুল,
জোড়া শালিকের মতো ৷
ছায়া তো নিলাম হয় না…..আর
ছায়ার যে কি দাম তাও জানি না ৷
একুশ বছর কুয়াশা বিবাহ বাসরের… কিছু নেই
কিছুই তো নেই!
অন্ধকার সমাস হয়ে জড়িয়েছে বেদনা ৷
বেদনাবিভাসশোকপাপীতাপী চেঁচিয়ে বলেছে
–
ও পৃথিবী তুমি কি একাই ধর্ষন দায়িত্ব নিয়েছো
?
কুয়াশা বিবাহ যে একবার রোজ ক্ষয়ে যাওয়া ধর্ষন
সে তুমি জানো!
না হলে একুশ বসন্ত কূয়াশা আবেগে নিঃশব্দ সহবাসে
সবেগ মিলনের একপেশী আকাঙ্খা কি পরিমিত ধর্ষণ
নয় ?
কিছু নেই …
কিছুই তো নেই !
মন পড়ে আছে…মন সেখানে নেই
উলঙ্গতা যেখানে সেজেছে…মনের
ভেতর
কাপড় প্রাচুর্য্য শরীর জড়িয়ে ফুলটুসি সাজে
৷
দ্যাখো এতো যে কথা বলা
সে তো তোমার’ই জন্য…জেনে যাও…জেনে যাও
একান্ত ভাবে জেনে যাও
তোমাকে ছায়া করে,
ঘরে রেখে খিল দিলে
সংসার উন্মুক্ত খোলা বেদ হয়ে যায় ৷
কিছু নেই …কিছুই তো নেই !
কিছু থাকে না কোথাও…
একুশ কুয়াশা বসন্ত পেরিয়ে..বেলা পড়ে যায় ৷