চেনা
আজ্ঞে,আপনি আমায় চেনেন,আবার আসলে কিছুই
চেনেন না
হতে
পারে আপনি আমার মুখোশটাকে
দেখেন,আমরা আপনার
রোজ
দেখেন স্ক্রোল করে করে
আমার মতই হাজার লক্ষ
কেউ
তাদের
জন্মদিনে উইশ করেন,ক্রিসমাস মহরম শারদীয়া
বেবিদের
ছবিতে আদর পাঠান,
আপনার আনন্দে তারাও লাইক
কমেন্ট
দুঃখে
'আহা, মরণে আর আই
পি,সাফল্যে কনগ্রাটস
কারো
মন খারাপে পিপি কালো
হলে আপনি ইনবক্সে পাশে
থাকেন
আমাদের
দেখা হয় না মুখোমুখি
হলে খানিক সময় নেবেন
চিনতে
পাব্লিক
ফিগার না হলে আম
আদমির মুখ চোখ নাক
সবার মিশে যায়
নাম
ধাম এর ধড়ে তা,তাও দেখুন আমি
দেখছি আপনাকে রোজ
জেনে
যাচ্ছি কি খাচ্ছেন পরছেন
বেড়াচ্ছেন প্রেম করছেন না
প্রপাগন্ডা
আপনি
দেখছেন আমাদের আদিখ্যেতা দেখানেপনা
মনে
মনে বলছেন 'ন্যাকা'
মনে
মনে বলছেন,'পারি না'!
আমরাও
বেশ তেমন করেই রাগে
ঈর্ষায় ক্ষমায় ঘেন্নায় বারোয়ারী