অসুখের রাফখাতা
অসুখ ডানা মেলছে জানলায়
তার ভ্রমণ বৃত্তান্তে সায়াহ্নিক ঘাম
দৃশ্যক্লান্ত ।
ঘুমের বাগানে ঠোঁটের শূন্যতা কেউ মেলে দিয়েছে
গোপন জ্বরে ।
দুরন্ত ভাবনায়
এগিয়ে
আসছে রোদ প্রহর
উন্মুখ চৌকাঠে স্বনির্ভর পায়ের আকুতি ।
ফাঁকা আলপথ ধরে তুমি কি এসেছ, নিরাময় ?
বোবা ফেরিওয়ালা
শুভেচ্ছা আঙুলে মায়া বিপনী
দরজা
খোলার শব্দে নির্জন বেজে উঠল দূরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন