রাজার পাট
রাজায় রাজায় যুদ্ধ হবে সামাল
সামাল সামাল রব
মন্ত্রী, সান্ত্রী, আমলা সবাই
ত্রস্ত ভারি, ব্যস্ত সব
এই বুঝি কার ভুল হয়ে যায়, হলেই যাবে
মুণ্ডু কাট
তোরা যারা দুধ দুয়েছিস, সামলে
থাকিস মারবে চাঁট
বাগাড়ম্বর চলছে জবর, এখন আবার বৈদ্যুতিন
যুদ্ধ-যুদ্ধ চলছে খেলা, ভূতের নেত্য তা-ধিন-ধিন
নিজের ঢাকে পড়ছে কাঠি মোসাহেবরা
উদ্বাহু
দিগবিদিকে উঠছে ধুয়ো হুক্কা হুয়া
হুক্কা হু
শব্দ ব্রহ্ম, শব্দ জব্দ, শব্দে
চলছে বলাৎকার
যুদ্ধবাজের প্রস্তুতি সব, তোয়াক্কা
নেই তোর আমার
শুষছে মানুষ, ধুঁকছে
মানুষ, মারছে মানুষ মানুষকেই
বিপক্ষরা রটায় অমন সে সব কথা
শুনতে নেই
সামন্তরা জোর যুযুধান আস্ফালনে
পাকশাটে
উড়ছে নিশান, ঝুলছে ছবি, রাজপথে ও
মাঠ ঘাটে
ধরতে হবেই মুরুব্বি এক, যেমন খুশি
ইচ্ছে তোর
সব রাজাকেই সমান দেখি, কেউ বেশী
কেউ অল্প চোর
ফারাক তেমন বিস্তর নয়, ফারাক শুধু
উনিশ-বিশ
গণ্ডা কড়ায় হিসেব কষে, তবেই বাপু
পক্ষ নিস
ঠগ বাছতে উজাড় গাঁয়ে পরব মেলা
জমজমাট
ঢের হয়েছে ছিঁচকে চুরি, এবার
লক্ষ্য রাজার পাট