
এই সংখ্যায় ২৫টি কবিতা । লিখেছেন : রত্নদীপা দে ঘোষ, ব্রতী মুখোপাধ্যায়, সুরঙ্গমা ভট্টাচার্য, দময়ন্তী দাশগুপ্ত, বৈশাখী চক্রবর্তী, মানসী কবিরাজ, উজ্বল চৌধুরী, শাশ্বতী ভট্টাচার্য, জয়িতা ভট্টাচার্য, শুভ্রপ্রকাশ ভট্টাচার্য, জয়াশিস ঘোষ, দেবাশিস মুখোপাধ্যায়, পিনাকীপ্রসাদ চক্রবর্তী, সুবীর সরকার, শেখর কর, জয়ন্ত চট্টোপাধ্যায়, সুনীতি দেবনাথ, মলয় সরকার অপর্ণা বোস ও মহমুদ নজির ।