হেমন্তের একটি বিকেল
হেমন্তের সূর্য্য উঁকি দিয়ে যায়
উঁচু উঁচু পাইনের ফাঁকে ।
যেখানে তালবীথির ধারে
একদা কোনো সুন্দর বালিকা
কলসীতে জল নিতে যাবার সময়
ফলৱন্তী শাখার মত নুয়ে পড়ে ।
নদীর জলকে তার কমনীয় স্পর্শ
অনুভব করিয়ে সুদৃশ্য ঘট ভরিয়ে নেয় ।
তার পায়ের নূপুর মেঠো পথে বেজে বেজে
ক্রমশঃ ক্ষীণ হয়ে আসে ।
আকাশের রাঙা আলোয় ভরে যায় চরাচর,
ঘনিষ্ঠ চাঁদের নিচে সন্ধ্যেবেলার প্রেম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন