শুনতে কি পাও কাস্তের কান্না
কত ডিগ্রী উষ্ণতায় রক্তে
স্ফুটন আসে
শিলীভুত শীতের টুকরো
বাষ্পীভূত হয় !
জঠরাগ্নির লেলিহান শিখায়
ঝলসে যায়
সোনার ক্ষেত , আউশের
গন্ধ বাতাসে হারায় ।
মাইল মাইল ক্ষোভ ও ক্রোধের
আগুন বুকে জড়িয়ে নিস্পন্দ আজ
হাজার রাম সিং,নিরঞ্জন
ও গুরলভ সিং এর দীর্ঘ শরীর
হেলায় পড়ে থাকা কাস্তে,লাঙ্গল
এর কান্নায়
জোয়ার আসে,উত্তাল হয়
জনসমুদ্র গুঁড়িয়ে দিতে চায় ঔপনিবেশিকতার কালো আইন ।
লাখো কন্ঠ ডাক পাঠায়
আকাশে বাতাসে ,
কাশ্মীর থেকে কন্যাকুমারিকা,
কচ্ছ থেকে কোহিমা ,
অগণিত ধূলিধূসরিত রক্তাক্ত
বলিষ্ঠ পা
ধেয়ে আসে জীবনের গান
গেয়ে-
জয় কিষাণ ..
" হাম ওয়াতন কে
রাখওয়ালে ,
হাম ভুখে মরনেওয়ালে "।
আমাদের সম্রাট ' মন কি
বাত বলেন '
মন কি বাত শোনেন না
,
নিরোবাবু বেহালা বাজান,
স্বপ্ন দেখেন।
হায়রে স্বচ্ছ ভারত
!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন