অশ্রুসজল ঈশ্বর
কার প্রেমে অমন সুরেলা কন্ঠ ধরো
অমন হস্ত বিস্তারে তোল পুষ্প
গাঁথ মালা
গাও গান
অম্লান সুর ছড়িয়ে হারিয়ে নিজেকে
সুরে সুরে হারিয়ে দাও ঈশ্বর-প্রাণ!
কার প্রেমে অমন সুরেলা কন্ঠ ধরো
হেঁটে পেরিয়ে যাও নদী শষ্প-মাঠ
তোল জল
ভেজাও ফুল
কার প্রেমে অমন সুরেলা কন্ঠ ধরো
কুড়িয়ে রক্তজবা দাও পূজার অঞ্জলি!
তাকিয়ে দেখ, রত্নখচিত
ভদ্রাসনে অশ্রুসজল তোমার ঈশ্বর!
‘অন্যনিষাদ’এর জন্য শুভকামনা। কবিতার জয় হোক
উত্তর দিনমুছুন