কামড়
ঝরে পড়া অশ্রুর মতো তোমার
অহংকার কুড়িয়ে কুড়িয়ে বাঁচি
যেন ওরা হাওয়াহরিৎ উৎসবে
কাগুজি লেবুর ফুল
যেন ওরা আমার দিন-শেষের
বীণ-বদলের তামাম তালিম!
আমি তো কৃষাণী--জমির
ফসল কাটতে কাটতে সন্ধ্যা হলো...
তোমার ভোরবেলাকে জড়িয়ে
ধরি বাছুরের গলার মতো
বর্গিহানা হয়ে স্মৃতিঝড়
তছনছ করে দিতে আসে--
জলোচ্ছাসকে পাঁজাকোলা
করে ঘুমিয়ে পড়ি
তুমি উড়ছো, উড়িয়ে দিচ্ছো
চাকা চাকা বরফের উঠোন
একচিলতে মরিচ ক্ষেতের
কিনারে প্রতিক্ষীত পোয়াতি বৃক্ষের ছায়া-
আঙুলকে কাঁচামরিচ মনে
করে কামড়ে কামড়ে খাই...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন