প্রগতিশীল বিড়াল ও আয়না
যেহেতু সে দ্বিধান্বিত
যেহেতু তার নিঃশব্দ পদক্ষেপ
যেহেতু তার গমনের অর্থ
গোপন আর ঔদ্ধত্য
আর শিকারে সে তার সুচতুর
মেধা দেখাতে পারে
তাই চলাফেরার মধ্যে
কখনও সে আয়নার সামনে
এসে গেলে
দেখে নেয় নিজেকে ;
নিজস্ব অবয়বে কতটা ক্রোধ
প্রকাশিত হলে
বিড়ালের বিম্বকে বাঘের
মতো দেখায়
ভাবতে চেষ্টা করে সে
এমন সময় তার স্বরে উচ্চগ্রাম
যোগ হতে হতে
বালখিল্য সংলাপ যদি জমে
ওঠে আয়নার সম্পূর্ণ কাঁচে
অথবা
যদি মিউ মিউ শব্দটি হাউমাউ
তে পরিণত হয়
দূরের দৃষ্টির কাছে কথিত
বিড়াল কি বাঘ হয়ে ওঠে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন