সাধক
দূর সময়ের গন্ধে সাধকের
এষা—
জোনাকিআশার আলো রোদ বৃষ্টি
ঝড়ে
বীজের উদ্ভাস বুনে মাঠের
আষাঢ়ে,
মাটির প্রেমিক— হাতে,
চোখে, বুকে— তৃষা।
ব্যথার নিদান চায় চারণ
সাধক,
বিরহচরণ ঝরে সোনার ফসলে,
অদম্য উচ্ছাসে হয় নি:শঙ্ক
পাবক—
সন্তান থাকবে মুক্ত—
সৌন্দর্যঅমলে।
স্বাধীন চোখের তারা সাধনায়
বাঁচে—
প্রতিটি বীজের সাথে তৃষ্ণার
পিয়াসা,
বয়ে চলে বেদনার নিরঞ্জন
আঁচে।
দূরের পথিক দেখে নিরাশায়
আশা—
নিশিঘোর পেঁচারাও পুষে
রাখে সাধ,
স্বাধীনতা অন্তহীন— সাধনা,
আস্বাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন