নতুন বছর মানে নতুন একটা ক্যালেন্ডার বৈ তো নয়
তবু ও সূর্য অস্তাচল
গেল বড় সহজ গতিতে কোন তাড়াহুড়ো ছাড়াই
চলে গেল একটা অনুষ্টুপ্
বছর
হাল ফ্যাশন, রাত বারো
টার বাজি আর ডিজে দিয়ে বরণ একুশ
নতুন সূর্য উঠুক মনে
প্রাণে চেয়ে ও আমরা আসলে সব্বাই জেনে গেছি আহ্নিক গতির ব্যাখ্যা
মৃত্যুভয় বা অসুখ নতুন
কোন শব্দ নয় এমনকি মহামারী শব্দটা ও বহু পুরোনো
আতঙ্ক শব্দটা অবশ্য ফিরে
ফিরে আসে বহুরূপী
কাঁধে চেপে বসা কিছু
শোক যারা শ্মশান গেল কাঁধ ছাড়াই
বাদবাকি বিনিময় প্রথা
শূন্য অঙ্ক ফাটকা বাজার ছুঁয়ে গরীবেরই আঙিনা
এ সব তো নতুন কিছু নয়
আসলে নতুন বছর মানে নতুন
একটা ক্যালেন্ডার বৈ তো নয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন