ঝড়
আমায় ছেড়ে তোমার এই
ব্যস্ততা
সহ্য হয়না আমার
ইচ্ছে হয়,প্রলয়ঙ্করী
ঝড় হই
মেঘের গর্জন হয়ে
নিভিয়ে দিই সব আলো
ঘন কালো মেঘে
ঢেকে দিই তোমার চারিপাশ
দমকা বাতাসের সাথে
বৈশাখী বৃষ্টি হয়ে
আঘাত করি তোমার
মনের জানালায়
দেখি তখন
সব কাজ ফেলে
তুমি তাকাও কিনা
ঐ জানালার ফাঁকে
ঝড়, বৃষ্টি আর মেঘের
গর্জন শুনে
সমস্ত কাজ ভুলে
শুধু আমাকেই ভাবো কিনা!
--০—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন