বহমান
এছাড়া আমার কিছু বলার
ছিল না,
তাই তারা
গুটোনো ক্যালেণ্ডার নিয়ে
ফিরে গেছে অতীতের ঘরে
প্রতিদিন ভোর আসে
গোপনে রোদের চিঠি
খুলে মেলে ধরে
উঠোনে ছড়িয়ে থাকে অপুষ্ট
সংসার
প্রেমিকের মুখোমুখি বসিনি
কখনো
দূর থেকে ধূসরতা দেখি
বিকেলের রঙ কীভাবে বদলে যায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন