অপ্রকাশিত অভিমান
তোমাকে ভালবাসার একশ
এক রকমের
কারণ জানি ___
তার মধ্যে মেশানো হয়তো কিছু ছেলেমানুষী,
ঐ যে নিয়ম মেনে বুড়ি ছোঁয়া খেলা।
আসলে নিয়ম মানা নয়
ভাঙার অনুভুতি টাই ভালবাসা।
যেমন ধরো অনেকটা কথা না দিয়েও
কথা রাখার মতো।
হঠাৎ যেনো দমকা হাওয়ায়
ছেঁড়া পালে সমুদ্র পাড়ি দেবার মত দুঃসাহস।
ভাসতে যদি হবেই তবে উথাল ঢেউই ভালো,
আর পুড়ব যদি তবে গনগনে অঙ্গারেই পুড়ব।
সন্ধ্যে বেলার মৌতাতটা বড় রঙিন
তাই যতো রাত বাড়ে,
বালিশের কোণ আরো ভিজে যায়
অপ্রাপ্তির সংগ্রামী চোখের জলে ।
একাকীত্ব
স্মৃতির পেনড্রাইভে সঞ্চয় করেছি _
তোমার আমার টুকরো টুকরো সংলাপ।
একাকীত্ব ছুঁয়ে গেলে__
ইয়ার ফোনের শব্দে তোমাকে সঙ্গী করি।
নিঃসঙ্গ মনের কল্পনায় ছোঁয়াছুঁয়ি আদরে,
বাড়িয়ে দেয় শরীরী থার্মোমিটারে__
জীবনের উত্তাপ।
সংলাপ শেষে, পুনরায় একা, নিস্তেজ অবয়বে, '
" ফিরে দেখা'"
পোট্রেট আঁকি,
এলোমেলো নখের আঁচড়ে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন