প্রত্যয়
দাবি নিয়ে যারা
দরবারে এল
শুধালোনা কেউ
কিবা অভিযোগ
রুষ্ট রাজ শক্তি
বেয়নেট হাতে
প্রতিশোধ রক্তপাতে
নেমে এল রাজপথে
নারী শিশু বৃদ্ধসহ
পরিত্রান নাই কারো
ওরা রক্তাক্ত আহত
করে নাই মাথা নত
কঠিন প্রতিজ্ঞা নিয়ে
লড়ায়ের ময়দানে
আঘাতে পোড়খেকো
ইস্পাত দেহ মনে
গড়ে তোলে প্রতিবাদ প্রতিরোধ
মাটি ফুড়ে উঠে আসে ফরিয়াদ
নাই কোনো ভয়, হবে জয়
আছে যে বুকভরা প্রত্য়য়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন