মৃতকে মৃত্যুর ঠিকানা চেনাবে?
এই যে তুমি ইশারায় কাছে
ডাকছ,
কাঁধের কাছে ঠোঁট রেখে
দ্রুত নিঃশ্বাস ফেলছ,
ভাবলে , দীর্ঘ চুমুর পর্ব শেষ করে
ছিনিয়ে নেবে জীবনীশক্তি?
এতটা দুর্বল যে আমি নই
সেটা বুঝতে গেলে ছুঁড়ে
মারো মৃত্যুবাণ!
রাজনীতির ছোবল কতটা ক্ষত
নির্মাণ হয়েছে
গুনতে চাইলে খুলে ফেল
সব বসন!
তারপর,নিজেই বুঝতে পারবে,
বিষ'ই বিষকে গিলে খায়।
এর পরও যদি নাছোড় হও
জানতে চাইব -
সামান্য একটি ভাইরাস
হয়ে পারবে তো
এই মৃত দেশটিকে বহন করে
মৃত্যুর ঠিকানায় পৌঁছে দিতে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন