জন্মান্তর
কতবার মরে গেছি ও দুটি
চোখের জোছনাতে
রাইকিশোরীও তাই ফিরে
ফিরে আসে কবিতাতে।
বাদাবন পার করে চর মাটি
জঙ্গলে বাস,
আমার ধানের ক্ষেত, ঢেকে
রাখে, চোরকাঁটা ঘাস।
আমিও তো যেতে চাই তারাদের
সাঁকোর ওপরে,
সেখানে আমার নারী আমার
পরশ রাখে ধরে।
রোদ্দুর চেয়ে চেয়ে আকাশের
দিকে চেয়ে থাকি
যা প্রলাপ বলে গেছি তার
থেকে ঢের বলা বাকি।
মনের ব্যবচ্ছেদে এখনো
তো পটু নয় হাত;
যক্ষের দৃষ্টিতে কানে
বৃষ্টির ধারাপাত।
মেঘদূত, চিঠি লেখা, ভাসে
রাজহংসি পালক
দূর্বার শিষ ছিঁড়ে ঘরে
ফেরে একলা বালক।
তুলসীতলায় জ্বলে মায়াবিনী
সেঁজুতির আলো,
নিকোনো উঠোনে কার পায়ের
ছাপের কথা ছিল!
কুয়াশার হিমরাতে যদি
হই জোনাকী অপার,
রাইকিশোরীর টানে ফিরে
আসি কত কতবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন