দেশ
মাছ ঘেঁটে ঘেঁটে যে হাতে
আঁশগন্ধ
সর্বোচ্চ ,
আমি সেই হাত ভালোবেসেছি।
এলোমেলো চুলে চালচুলোহীন
ঘাম জড়িয়ে থাকে ম্রিয়মান
বাতাসে,
আঁশটে ঘিরে বেড়ালের নেতৃত্ব
মাছি কখনো বিরোধীপক্ষ
নয়
মানুষটা রাত হলে মদ খেয়ে
কাঁদে
মানুষটা রাত হলে দিক
ভুলে যায়
দেশের নাম,প্রেমিকার
নাম অথবা ঈশ্বরের নাম
লোকটা মাছ খেতে পারে না
ভাত দিয়ে লঙ্কা আর
অন্ধকার মেখে খেয়ে নেয়
সুখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন