নিরুদ্দেশ যাত্রা
সেদিন ছিল বুকপকেটে নিরুদ্দেশের
খাম,
সঙ্গী ছিল মনপবনের উধাও
হাওয়ার ডাক-
হারিয়ে ফেলি কাজের চাকায়
বাঁধা দিবস- যাম,
যা কিছু সব রইল পড়ে থাক
না সবই থাক।
শ্যাওলা রঙা উদাস চোখে
বিচ্ছিরি এক শহর-
কাটাকুটির খেলায় মাতা
বদ্ধ মনের গন্ধ,
মিথ্যে আলোর ঝলকানিতে
বারবনিতার নহর,
চতুর্দিকে ছিটকে বেড়ায়
ছন্নছাড়ার ছন্দ।
ডাক পাঠালো দূর আকাশের
নীহারিকার সুর-
মনের মাঝে ছন্দ বাজে
বাউল মনের
তাল-
জ্বলছে তখন হৃদয় মাঝে
হাজার কোহিনূর,
সময় আমার দিক হারিয়ে
কাটিয়ে দিল কাল।
নিরূদ্দেশের ঠিক ঠিকানা
বলবে সে কোন জন-
দূর গগনের চাবিকাঠি যার
আঁচলে বাঁধা-
ইন্দ্রধনুর খেলায় মাতে
যে খেলুড়ের মন-
তার কাছেতেই জীবন বীণার
সুরের খেলা সাধা।
বনপলাশের আগুন রঙে পাহাড়
যখন জ্বলে,
মৌটুসীদের পাখায় পাখায়
যে গান খানি বাজে-
এ মন আমার ডুব দিতে চায়
সেই অতলের তলে-
বিশ্ববীণার ঘুর্ণী তুফান
সুর- সাগরের মাঝে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন