জাহাজ,অন্যমনস্কতায়
জাহাজ নিয়ে কৌতূহল ছিলনা, কোনোদিন ভাবিনি
জাহাজ হবে ভাল কবিতার
উপাদান। দামড়া একটা জিনিস
জল ঠেলে চলে যায়, এই
সীমিত
জ্ঞান নিয়েই আমার পরিসর।
স্যাভানা বেড়াতে গিয়ে
জাহাজ দর্শন, বন্দরে
দাঁড়িয়ে। অন্যমনে ছিলাম নিশ্চয়
হয়তো বা বিষণ্ণ, স্পষ্ট
দেখি আফ্রিকা
থেকে আনা কালো লোকের
দল, দাস করে
বেচে দেওয়া হবে। ১৭৫০
যেন এঁকে দিল ঘাটের আঁধারি।
হাড় মজ্জা ধুয়ে যে সম্পদ
বানালো তারা, যে শিল্পপুঁজি
জমালো রক্তে, তারই খানিক
খরচা করে
শপিংমলে, আইসক্রীমে
মনের ভার নামলো সেদিন।
অন্যমনস্ক আর হচ্ছিনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন