ঘরে ফেরার গান
চিনি না প্রকৃত মাটি না চিনেছি জল
প্রগলভ ক্ষণ জুড়ে দেখানোর ছল্
কি দেখাই কাকে কেন ভাবনার ফিতে
মুলতুবি রেখে ঘুরি জাবনা ধান্দায়
চিনি না নিত্য প্রিয় চিনি না পরম
মধু লোভী জীবনের গোপন ক্ষরণ
অজানিতে সে বিশাল এসে ফিরে যায়
আমার অল্প পাওয়া বুদ্ধির দোষে
চিনি না ভিতের ইট না চিনেছি ঘর
জমক গমকে ভুলি নকল ঈশ্বর
কে কত সপ্রতিভ প্রতিযোগী ভেবে
ছুঁলাম শেষের সীমা আদ্যন্ত হেরো
চিনি না মায়ের ক্ষোভ না চিনি আদর
উপেক্ষা অনাদরে কাটানো প্রহর
লবনের দিন ফেরে নাম ভূমিকায়
হারিয়ে আঁচল খুঁজি অন্ত ঘনালে
তবু সে রসবতী চির নির্ভর
অনন্ত যৌবনা বিনা অলঙ্কার
যতদূর ক্ষমা করে অনুতাপ ভুল
আমায় বাংলা তুমি ততদূর টেনো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন