বাংলা আমার মাতৃভাষা
সব দেশেরই
মাতৃভাষায়
মা’কে ডাকে— ‘মা’
ভিন্ন
ভিন্ন ভাষা তবুও
ডাক শুনে যায় চেনা
গর্ভধারিণী নয় তো শুধু
দেশজননীও মা
মাতৃভষাও ঠিক তেমনই
মোদের আর এক মা
নানান ভাষা শিখলে পরে
শেখা যায় কিছু বটে
মাতৃভাষা না জানলে পরে
সবই বৃথা হয়ে ওঠে
ভাষার জন্য দিয়েছে প্রাণ
বাংলা ভাষার ভাইবোন
পুরুলিয়া থেকে পূববাংলা
নেই কো সেথা বিভাজন
অন্যভাষা চাপিয়ে দেওয়া
নেয়নি কেউ মেনে
দিয়েছে প্রাণ, ঝরেছে রক্ত
মায়ের ভাষার জন্যে
.
মাতৃভাষায়
জাতি ধর্ম নেই
ভাষার জন্য প্রাণ
সকলেই বীর অকুতোভয়
করে গেছ প্রাণদান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন