আমি স্যামুয়েল
নীলচে আলোয় ঝিমঝিমে নেশা
তখন
হুইস্কির পেগে বর্ষবরণ...
সিন্থেসাইজারে ' হোয়েন আই
হার্ট ইউ... আই ওয়াস
রং'।
অনেক তারার মাঝে ধ্রুবতারা...
ডিউকের বাহুলগ্না লিজা...
আমার লিজ্...
আমার পানে দেখলে কিনা
চেয়ে!
আমিই জানি... জানেনা
সেই মেয়ে!
কি যায় ই বা আসে তাতে?
দূরে তখন ধার করা ওভারকোট
রঙীন চোখ
মাথায় রাজ্যের হিজিবিজি
হতভাগা স্যামুয়েল
আমি... হ্যাঁ... আমিইই
সেই!
লিজা এরকমই বরাবর ই
মালদার কাউকে দেখলেই
ঢলে পড়ে
সুবিধে অবশ্য আমার ই
কারখানা টা লক আউট হবার
পর থেকেই
আর কি....!
অনন্ত মধ্যরাতে বাসা
কি ভেঙে গিয়েছিল
সেদিন ই?
করুনা আমি চাইনি....ভুল
সে অপেক্ষা,
ও কি জানেনা সে ভুলের
মাত্রা?
একসাথে এখনো পাহাড়ি ঝোরায়
স্নান
করা হয়নি,
শূন্য আমার লাইব্রেরি...
পালক উড়িয়ে
চলে গেছে সব...পাখি,
ড্রাম বীটস যতই বাজিয়ে
চলুক
'ফর নাও দ্য ডে ব্লিডস
ইন টু দ্য নাইট ফল
য়্যান্ড ইউ আর নট হিয়ার
টু গেট মি থ্রু ইট অল,
আই লেট মাই গার্ড ডাউন
দেন ইউ পুলড দ্য র্যগ
আই ওয়াশ গেটিং কাইন্ড
আ ইউসড টু
বিইইং সামওয়ান ইউ লাভ্ড'!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন