ওই লোকটা
কাঁধের ঝোলায় ভাঙাচোরা পুরোনো জিনিস
দিস্তা দিস্তা কাগজ বইখাতা নিয়ে
ওই যে লোকটা হাঁটছে...
ওই একদিন আমার শৈশব নিয়ে গেছে
ষোড়শী চুপকথা নিয়ে গেছে
নিয়ে গেছে ফাগুনের নথিপত্র
প্রথম প্রেমের পাণ্ডুলিপি
পোকায় কাটা হলেদেটে ছেঁড়াখোঁড়া কাগজ
বুক দুরুদুরু প্রথম উপহারের ফসিলও
আজ আবার
জীবনের গল্পগুচ্ছ,শেষের কবিতাও নিয়ে গেলো—
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন