সরে যাওয়া শব্দের ছায়া
চার অক্ষর লেখা মনের
ক্যানভাসে
চার অক্ষরে ঘোষিত ভাই
কত স্নেহ ফুল নিল,অথচ
আশ্চর্য
তাতেই মনকেমন সংশয়
চার অক্ষরের চার দেওয়ালের
গান
জমজমাট ইলিশ,বিরিয়ানি
সরে যাওয়া সম্পর্কের
সীমা
ওর আত্মঘাতী প্রবণতা
বুঝিনি
স্মরণ দিনে অচেনার ভুল
শব্দের মলম
এখানেই কফিনের শেষ পেরেক
হত্যা হয় কুসুমের মতো
মন
চিৎকার করে একদিন বল
না বিবেক
তবুও লিখবো বারংবার চার
অক্ষরের ভাষা
বিশ্বাসঘাতকতার দরজা
সরে বর্ণময় পথিক
আহ্বান জানে প্রাচুর্যের
সহজ পারগতা
যদি নদী না হোস,তোর জন্য
লিখবো মিথ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন