আমাদের একুশে
একটা জন্ম পেরিয়ে এলে নতুন প্রজন্মের
হাতে তুলে দিই
প্রযুক্তির অভিমান,
অসংস্কৃত বিজাতীয় ভাষা
নিজের হাতে একটু একটু করে খুঁড়ে তুলি
পায়ের তলার প্রাচীন পুরুষের মাটি
কংক্রিটে ঢেলে দিই সমস্ত ফাঁক ও ফোকর।
নিজেকে ফেলে রাখি অহরহ করাতকলের শূন্য
টেবিলে
দ্বৈত আমি ফালাফালা দু হাতের তালুতে
বসাই
আমার আমিকে নিয়ে জাগলিং খেলি ফাঁকা
ময়দানে
নিজ জন্ম পেরিয়ে আসার পথেই তৈরী করে
যাই
নিস্পৃহ নিস্পলক জ্যান্ত রোবট।
আমাদের পিতা আর পিতামহদের ব্যাকুল
জিজ্ঞাসা
আমাদের উর্দ্ধতন বেবাক শিকড় আর শিকড়ের
মায়া
টান মেরে উপড়ে ফেললেও কোথায় যে দাগ
থেকে যায়
আমাদের জীবনের সাবেক অংকখাতায়
জ্বলজ্বলে বিদ্রুপ
জলছাপ রেখে যায় না মেলা একুশের রক্ত
হিসাব।
স্বাগত সকাল অন্যনিষাদ। বাংলার বুকে বাংলা আসুক ফিরে।
উত্তর দিনমুছুনস্বাগত সকাল অন্যনিষাদ। বাংলার বুকে বাংলা আসুক ফিরে।
উত্তর দিনমুছুনস্বাগত সকাল অন্যনিষাদ। বাংলার বুকে বাংলা আসুক ফিরে।
উত্তর দিনমুছুন