ভাষানদী
যেমন যেখানেই যাই, দিনের
শেষে নিজের ঘরের
ছেঁড়া কাঁথার আলিঙ্গনই পরম আশ্রয়...
সবার চোখের আড়ালে বদলে যাচ্ছে সব কিছু
একটা কসমোপলিটন শহর সবার অলক্ষ্যে
বদলে ফেলছে তার ভাষা...
গঙ্গা পদ্মা যমুনার শাখাপ্রশাখা ধরে সে বিষ
ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জে, অলিতে গলিতে...
বুকের ভিতর লক্ষকোটি প্রাগৈতিহাসিক নরনারী
গাইতি কোদাল বল্লম তুলে গর্জে উঠছে মুহুর্মুহু,
লক্ষকোটি উদ্দালক বুকের পাঁজর দিয়ে
ঠেকিয়ে রেখেছে সীমান্ত প্রাচীর...
জানি, একদিন
ঝড় আসবেই, উড়ে যাবে ছিন্নমূল
আগাছার আগ্রাসন,
দামামার শব্দে বাজবে মানুষের আকাঙ্ক্ষিত কল্যাণ...
সেদিন আমি এক কাঠবিড়ালি হয়ে এগিয়ে দেবো
একগুচ্ছ উৎপাটিত শুকনো আগাছা সে আলোর যজ্ঞাগ্নিতে
আমার মায়ের ভাষার রক্তমাখা একটি কবিতার বিনিময়ে,
সেই ভাষাতেই তো জন্ম আমার, সে ভাষাতে মৃত্যু ও হবে...!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন