নতুন কবিতা
সন্ধ্যাকে আয়নায় ফেললে
সন্ধ্যা চাঁদ পরে নেয়
আর একটি পুকুর গাছপালা গায়
স্নান সেরে নিলে
পৃথিবীর জ্বর ছেড়ে যায়
এক অন্ধকার অলীক পেরোনের পর
একটি গৌর সকালের অপেক্ষা করতে থাকে সোনা বাঁধানো মন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন