তিমিত অভিলাষ
তোমার
হাসির শুভ্রতায় আর চোখের মৃদুল চাউনিতে
আলোকিত
হয়ে উঠেছিল ম্লান বিকেলের শেষক্ষণ;
তুমি
চলে যাবার পরে হঠাৎ সেখানে নেমে এলো
তিমির
আধার আর জমাট নীরবতা।
একটি
সময়ের স্থিরচিত্রে কেবল,
আবছায়া
দৃশ্যপটের মতো রয়ে গেলে তুমি।
আলো হতে
পারে এমন ত্বরিত অস্তগামী
সম্পর্কে
নেমে আসতে পারে এমন গাঢ় শীতলতা
জানা
ছিলনা দুজনের কারোরই।
এখন
আকাশের দিকে তাকালেই চোখে পড়ে
নক্ষত্রের
মৃত্যু, এখন চারদিকে কেবল শুনি পাতা ঝরার শব্দ।
হেমন্তের
হিমরাতে কিংবা বসন্তের মাতাল সমীরনে
আধারে
ফোঁটা জ্যোৎস্নার অগুনতি কুসুমকলি
আর
ছুঁয়ে দেখা হবেনা- কস্মিনকালেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন