ভাষা
দু-চোখের পাতা গুটিয়ে নিলেই, পৃথিবীর অন্ধকার খুলে যায়।
শব্দ -অক্ষর -কথা দিয়ে খুঁজি জল, মাটি, হাওয়া,নদী ও মা।
মহাশূন্য অবিরল নয়। কালো নৈঃশব্দে হারিয়ে যাচ্ছি নিশ্চিত।
নির্বাক ছুঁড়েই ফেলছিলাম নিজেকে দূরে, গ্রহান্তরে, অভিমানে।
সহসা শান্ত দীঘির পাড়ে ,
জারুলের ঘাটে খুব কাছ থেকেই
অস্ফুট শুদ্ধস্বরে জেগে ওঠে কান….কবিতা..
মায়াজন্ম...ভাষাফুল..ফুসফুসে শিশুরোদের একুশবর্ণ-পরিচয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন