রান্ধুনী কন্যার গান
লুবি ধরে থোকা থোকা ওই
না লুবির ঝাড়ে, এই লুবি রান্ধিয়া আমি খাওয়াইমু আর কারে! খাওয়াইমু আর কারে রে মন কাচকি
মাছ রান্ধিয়া, এই ভাবনায় হইছি পাগল কান্দিয়া কান্দিয়া।
বাইঙ্গন ধরে শতেক শতেক
ওই না বাইঙ্গন গাছে, এই বাইঙ্গন খাওয়াইমু কারে রাইন্ধা শুটকি মাছে। খাওয়াইমু আর কারে
রাইন্ধা রানি মাছের ঝোল, তার লাগিয়া বার চাইয়া ক্ষোয়াই জাতিকুল।
ঝিঙা ধরে কুমড়া ধরে ওই
না ঘরের ধারে, সকাল বিকাল এই সব রান্ধি মনটা বেজার করে। খাওয়াইমু আর কারে রাইন্ধা পাঙ্গাশ
মাছের কুর, যারে আমি চাই খাওয়াইতে সেই তো থাকে দূর।
আমি যে আর গাইমু গান
কে শুনিবো বসে, কে আর আমায় কইবো কথা প্রাণ জুড়ানো রসে। মুজিব ইরম বলে কন্যা রান্ধো
ভালাবুরা, সেই রান্ধনের কালে তুমি রাইখো মনে তুড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন