ভাষাবন্ধন
ভাষা আমাদের আকাশ ।
আমরা আকাশের দিকে চোখ রেখে হাঁটি ।
আমাদের সে-চোখের ছটায়
দুরন্ত ঘোড়াও দাঁড়িয়ে পড়ে ।
ওপরের বারান্দা থেকে
হাসতে হাসতে নেমে আসে
শয়তান এক চিল ।
আমার অক্ষরেরা আর
সইতে পারে না মুদ্রারাক্ষসের দাঁত ।
যে-কুয়ো উপচে যেত জলে
সেখানে ভাষাদস্যু এসে
কবেই ভেঙে দিতে চেয়েছিল মেঘের আয়না ।
কিন্তু কোনো গুলির দম্ভে
ফাটিয়ে দেওয়া যায় না আকাশ ।
ভাষা আমার চোখের আলো ;
সে-আলোয় দেখতে পাই
প্রান্তরের গান আমার ।
সে-আলোয় খুঁজে পাই
আমার উৎসবের হাঁড়িকুড়ি ।
আমার নবান্নের ধানে কত রক্ত !
আর এই রক্তই আমাকে মনে পড়িয়ে দেয়
আমি এখনও বেঁচে আছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন