বারুদ
আজ আয়নার দিকে তাকালে আলগোছে লেগে যায় মুহূর্তের দাগ। হাজার
মুছলেও স্পষ্ট হয় না গভীরতা। অল্প হাঁটার পরে যেখানে থেমে যাবার কথা ছিল, সেখানে এখন
পাতা রয়েছে লাল কার্পেট। ছদ্মবেশের ভয়ে আর গুটনো হয় নি সাম্রাজ্য। কার্পেটের শেষ মুখে
যে ভয়ানক ছেঁড়া অংশে পা আটকে যাচ্ছে বারবার, মানুষজন তাকে রাজধানী বলে চেনে৷
অন্ধকারে গা ঝেড়ে নেবার অর্থ এখনও ঝাপসা। সীমান্ত সন্ত্রাস
চিরকালই জারি ছিল। শুধু ছুটে আসা বুলেটের দিকে ফিরে দেখা হয় নি সেভাবে। পরিবর্তে সুযোগ
বুঝে চেখে নিয়েছি শত্রুশিবিরে জানলার পর্দা।
হাপিত্যেশ করে পড়ে ছিলাম চৌকাঠে। যদি আলোর দিক থেকে উড়ে
আসে আর কোনো নৈতিকতার বারুদ। ‘বারুদে বারুদ ঢেলে যে দেশ নমিনেশন পেয়েছিল আটত্রিশতম
বিশ্বশান্তি নোবেল স্বীকৃতির, সাংবাদিক সম্মেলনে প্রকাশ পেল তার রাজধানীর একটা অসম্পূর্ণ
কুয়াশাচ্ছন্ন ম্যাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন