ট্রাফিক জ্যাম
সাদা সাদা পায়রাগুলোর ডায়নামোর শব্দে জ্যাম হয়ে আছে আকাশের নীল ট্রাফিক।
পাখীদের ডানায় এখন ভোটের লিফলেট,
কিংবা উড়ানের রূপসী বিজ্ঞাপন। যে সন্ত মানুষটি ক্ষমার মাহাত্ম্য খুঁজতে
গ্রামের পথে বেরিয়েছিলো, তাকে গিলে খেয়েছে
অট্টালিকাময় শহরের চলমান মাকড়সা। হরিয়ে যাওয়া ক্লোরোফিলের দিনে গাছের গজদন্ত দিয়ে ঝরে পড়ছে রক্ত,
সালোক সংশ্লেষের ক্যামেরা ঘরে তছনছ হয়ে যাচ্ছে যাবতীয় বিনম্রতা। মেট্রোরেলের সুরঙ্গ শব্দে ধাক্কা খাচ্ছে মহাকাব্যের খসড়া;
রাজপথে লাইনের পর লাইন মোটরগাড়ীর হর্ণগুলো লিখে উঠতে পারছে না একটাও কবিতা। মেঘক্লান্ত দিনে অঞ্জলি পেতে বসে থাকা
মানুষগুলোর হাতে অভিমানী রোদ্দুরের আলো তুলে দিচ্ছে সরকারী ভর্তুকি। তবুও কি এক নিদাঘে শুকিয়ে যাচ্ছে ফতুয়ার পকেট।
রাস্তায় পার্টির ভলান্টিয়ারদের প্যারেডে কেঁপে উঠছে শুকোতে দেয়া শাড়ির আঁচল। এই সভ্যসময়ের ট্রাফিক ব্যস্ততায় ন্যাংটো কেউ বলতে চেয়েছিলো
– ‘তফাৎ যাও! তফাৎ যাও!’ কিন্তু সে বলতে পারে নি কোন কথা। মানুষের রক্তাক্ত জিভ এখন হাওয়ায় কাঁপছে –
কারণ ট্রাফিক জ্যামে ভ্যানিস হয়ে গেছে সংবিধানের ছুরিতে ছিঁড়ে নেয়া আমাদের প্রিয় কথামালা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন