খুলে যায় একুশের পাতা
বাঙ্ময় হয়ে ওঠে ইতিহাসের বিশেষ পাতাটি
চরাচরে বহে উষ্ণ বাতাস
গাছের পাতা বিষাদনিনাদে হয়ে ওঠে ভাস্বর।
খুলে যায় বাঙালির বুকের ঘুলঘুলি
একুশের অক্ষরে লেগে আছে যে শহীদদের নাম
সেখানে আপামর পৃথিবীর ভাষা দিবস
হয়েছে স্বাক্ষরিত।
এই একুশে চোখে নেমে আসে প্রণতির অশ্রু।
উদ্বেল অন্তরে ভেঙে পড়ে স্বজন হারানোর স্মৃতি
আজ যখন মাথা উঁচিয়ে প্রতিটি বাঙালি
ভাসিয়ে দেয় নিজেদের বাক্যধারা
তখন আকাশে জ্বলজ্বল করতে থাকে
সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরের
লহুরঙা মুখগুলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন