সংলাপ
রাজনীতি
তোমার বরাবর দারুণ ইন্টারেস্টিং লাগে
খুঁটিয়ে
খুঁটিয়ে পড় সংবাদপত্রে যা যা ছাপায় পুরনো
কাটিং
রেখে দাও সেঁটে ডায়রির পাতায় পাতায়
বাড়ির
লোক ঠিকই বোঝে ততখানি শান্ত ঘরোয়া হতে পারো নি তুমি
মিছিল
মিটিং এ যোগদান করতেই পারো। মিছে কথা বোলো না
আজকাল
অতও কড়াকড়ি নেই ফ্যামিলিগুলোতে স্রেফ খেয়াল রেখো
মুখ
চোখে যেন ধাস্টামির ছল দেখে ছাপ না পড়ে
ত্বকের
লাবণ্য উছলে না উঠলেও খসখসে হলে মুশকিল ( বোঝোই তো )
অত গেছো
মেয়ের স্বামী জোটা কঠিন নয় গো বরং
সেরকমই
তীক্ষ্ণ অনুভূতি দেশ ও দশের দরদী কাউকে পাশে পেতেই তো
বিবাহ।
অতঃপর সে কী রোমান্স যাপন আন্দোলন ও রমণ! এখন উনি লোকাল
কমিটির
নেতা হয়ে গেছেন তুমি সেভাবে অ্যাকটিভ নও
সে তো
ওঁরই যোগ্যতার দাম, তুমি সেই আটকেই গেলে গতানুগতিক
সন্তান
ও ডালভাতের চক্করে তারও বুঝি দায় তার! বরং রাজনীতি নিয়ে কথা
বোলো না
তুমি ওসব তোমার বশের বিষয় নয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন