বাবা
খুব মৃদু সুরে বাজলেও,ভেঙেচুরে
দ্বৈত খাদ, শূন্যে ছুঁড়ে ফেলে রাতের সুর।
অহ্নগতিরও একটা ছদ্ম
আশ্রয়ভিক্ষা আছে।
নক্ষত্রের কাছে গ্রহেরা
আজীবন কাঙাল থাকে যে কারণে।
দৌড়াচ্ছি অবিরাম।মাটিকে
আঘাত করার খরজ ধমনী জুড়ে।
নিতান্তই মানুষিক হা-হুতাশ।
বাবা নেই মানে,অনেক কিছুই নেই।
বেহালার তারগুলোকে রক্তাক্ত
করে আমার কঠিন নখর,কোমলরাগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন