পোড়া মাটির মন
অযত্নে রাজপ্রাসাদেও
শ্যাওলা ধরে, আর
তোমার প্রমিকার তো মাটির
শরীর।
হাড়ের উপর নরম মাংসের
লেপনে
অবহেলায় দিনে দিনে বাড়ে
সুকোমল কষ্ট,
তিথিতে তিথিতে বদলায়
মন,
নিজের সাথে নিজের চলে
ঘোরতর সংঘর্ষ,
এমনি আমার প্রাণের চেয়েও
পাগল প্রিয়তম।
বার বার কবরের নীরবতা
সংরক্ষণের
চেষ্টা করি বুকের ভিতর।
ভালোবাসার আধিক্য মানুষকে
অমানুষ করে দেয়,
তবুও চুপচাপ ভালোবাসি,
আর তার
পরম ভালোবাসাও উপভোগ
করি
মাঘ মাসের রোদের মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন