কচ
পদ্মের মতো মন নেই তোমার?
তুমি তবে কিসে অন্ধ দেবযানী?
পুকুরে দেখেছি এক পদ্মমুধুকর
জলে নিজেকে বিলায়।
তুমি যে তাকেই ভালোবেসেছিলে প্রায়!
আজ সেকি ব্রাত্য হলো! উপহাসের পাত্র হলো!
শুক্রাচার্য-শিরোমণি,
স্থূলতা কি হলুদ-ধাঁধায়!
রাগ করেছো আমার কথায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন