ভালোবাসি বাংলা
আমার সারা ঘর জুড়ে অ আ ক খ।
পুকুরধারে তাল সুপুরির সবল উচ্ছ্বাস,
দেবদারু চুলে বাতাসের অনুপ্রাস ঢেউ
সুদূর আনন্দময় শষ্যের ক্ষেত--
পাকদণ্ডী পথে মেঘেদের হুটোপুটি আলো
এসব জুড়ে ছড়িয়ে আছে
তোমার আমার অকাতর বিশ্রম্ভালাপ ।
তবু, পুরনো অসুখের মতো যখনই
ফিরে আসে শিশিরের ভেজা অবসাদ,
ধুয়ে গিয়ে রামধনু রং,
খুলে যায় নাছোড় জলন্ত লাভা মুখ
সর্বস্ব উড়িয়ে পুড়িয়ে ছুটে যায় শূন্যতার দিকে,
আমি একান্তে দেখি
পন্ডিত রবিশঙ্কর ওস্তাদ আলি আকবর খান এর এক পৃথিবী বিশ্বাস।
ভরসা রেখো মা,
অন্ধকার আলোহীন নয়।
আমাদের ঘুমন্ত আলো
অমরত্ব খুঁজে পায় তোমারই নির্ভীক চোখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন