ফিরে এসো
আমার কোনো দুঃখ নেই, নেই।
নেই লাল,হলুদ,নীল,বেগুনী ক্ষত।
আমার কোনো স্বস্তিও নেই, নেই,
নেই সুর,তাল,লয় দূর্বার নিবেদিত ।
আমার জানালায় আকাশ উঁকি দেয়
বসন্ত বাতাস আসে অনুমতি ছাড়ায়
দু'টো শালিক বা চারটে চড়ুই সংসার,
দিনলিপি ঘিরে আঁকিবুকি করে বারবার ৷
এসব দেখা,বোঝার চোখ নেই আমার ৷
নেই, কৌতুহলী মন বা বোধের আধার ৷
সময়ের চাকা কেড়ে নিয়েছে উঠোন,
বদলে যাচ্ছে, বর্ণমালার সরল সংযোজন।
সহজপাঠ তালাবন্ধ,ধুলোয় পড়েছে ঢাকা,
মাতৃঋণে জর্জরিত নাভি,চারদিকে বিভীষিকা ৷
বধিরের মতো নিঃশ্চুপ ঘুরছি এ গ'লি ও গ'লি
ফিরে এসো বাংলা ?ফিরে এসো মায়ের বুলি???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন