ভাষাহীন হয়ে আছি খরস্রোতা একদিন বয়ে যাব বলে
কথাদের উড়িয়ে দিচ্ছি স্মৃতি থেকে
ঠিক যেভাবে ভাষার জন্য কিছু পাগলকে
সটান উড়িয়ে দেওয়া হয়েছিল
ধীরে ধীরে ভাষাহীন হচ্ছি
ধরে রাখছি কেবল কতকগুলো ভাবকে
বহুসময় ধরে বহু যত্ন করে
জানি সেসব কিছুই ফেলা যাবে না
কাল ঠিক উগরে এনে ফেলবে সামনে
বসে আছি সে অপেক্ষায়
ততদিন জেগে থাকো একুশে ফেব্রুয়ারি
জেগে থাকো সূর্যের মতন
বাঙালির অক্ষি হয়ে,
প্রাণ হয়ে, ক্রন্দন হয়ে
মায়ের জিভ হয়ে বেঁচে থাকো তুমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন