গ্রহ তারা
অপলা তুমি বলেছিলে,
আজকের এই চুম্বন যত্ন
করে রেখো
এই চুম্বন জন্ম দেবে
আমাদের উওরসূরি।
তুমি চলে গেলে সাগর পারে,
বোস্টন
বৃষ্টির জলে মুছে গেল
সেই চুম্বন।
মনীষা তুমি বলেছিলে,
আজকের এই বৃষ্টি ভেজা
সন্ধ্যা মনে রেখো
এই বৃষ্টি থেকে জন্ম
নেবে টগর মালতি বকুল
তুমি এখন পরস্ত্রী
বৃষ্টি জন্ম দেয় নি
কোন সুগন্ধি ফুল
আমার স্বপ্ন ভেঙেছো তোমরা
তবু প্রেম জ্বলবে হয়ে
গ্রহ তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন