ভাষা
শরীরে বইছে নদী, দুইকূল জল থই থই
কইরে বলতো দিন, আমার সে ছেলেবেলা কই?
মিশেছে যেখানে মা'র দুচোখের জল আর ঘাম
সেই তো আমার প্রিয় বনবাস, পবিত্র আশ্রম
ভোরের আলোয় মাখা রাঙা ধুলো ভরিয়েছে ঘর
শিরায় বইছে যেন কাঠামোয় মোড়ানো ঈশ্বর।
যখন কাতর দেহ, কেঁপে কেঁপে উঠি ঘোর জ্বরে
বাংলা ভাষার মতো তোমাকেই আগে মনে পড়ে।
চরম দুঃখ আর যখন সুখের ঘুড়ি ওড়ে
তোমার দুহাত ধরে হেঁটে যাই কুয়াশার ঘোরে।
বেড়ে যায় বয়সের সীমারেখা, বাড়েনা কুসুম
তোমার শরীরে যেন রেখে আসি নিরাময়, ঘুম।
ভাষা তো আলাদা নয়, নিঃশ্বাসে প্রশ্বাসে বাঁচো
শিখিয়েছ মা ডাক, শিরায় শিরায় মিশে আছো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন