মূক
অধিকারবোধে মেনে নিতে বলেছিলে সবকিছু;
তাই আমি ভাষাহীন...শুধু দেখে যাই... ভেবে যাই...মরে যাই...
ঢেউয়ের ভাষাও বুঝি না এমনকি বুঝি না পাতার ঘর্ষণ কী বলতে চায়...
পাখির ঠোঁটে ঠোঁটে কী কথা...
পড়তে পারি না তোমার স্পর্শের ভাষা...
শুধুই কালচে নীরবতা চারপাশে
নীল সন্ত্রাস এখন...
তুমি অস্পষ্ট হয়ে থাকো চরম ওই মুহুর্তেও
...
সব ভাষা হারিয়ে যায় অন্ধকারে
ভোরের নরম আলোর ভাষা...ছাড়া কিভাবে লিখি বলো মসৃণ কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন