একুশ তুমি
একুশেই তো হাঁটতে গিয়ে, সূর্যোদয়ের আশায়,
কাঁটাতারের আগল পেরোই নতুন কোনো দিশায়।
তোমার সঙ্গে গোলাপের রক্তে ভেজা কাঁটা,
তোমারই সঙ্গে জোরকদমে আলোর মিছিলে হাঁটা।
হার মানে না দু:খ-কষ্ট,জাগায় বাংলা ভাষা,
তোমার সুরে মিশে থেকে তোমায় ভালোবাসা।
জনারণ্যে যুগলবন্দী, আনন্দ আর শোক,
একুশ তুমি বাংলা ভাষায় রেখেছো দারুণ রোখ।
তোমার সুরে সুর মেলালে শীতঘুম যায় উড়ে,
জাগরণে থাকে জোয়ার ভাটা নিরবতার সুরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন